scorecardresearch
 

'এটা ভোট নয়, কমিশনের রক্ত পিপাসা', অষ্টম দফা নিয়ে বিঁধলেন মহুয়া

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০৭ জন। আর এই আবহে বঙ্গবাসীকে আরও একবার ভোটের লাইনে দাঁড় করানোর জন্য কমিশনের দিকে তোপ দাগলেন তৃণমূল সংসদ মহুয়া মৈত্র।

Advertisement
Mahuea Moitra Mahuea Moitra
হাইলাইটস
  • রাজ্যে আজ অষ্টম দফার ভোটগ্রহণ
  • তার আগে ট্যুইট করলেন মহুয়া মৈত্র
  • মহামারির মধ্যে ভোট নিয়ে বিঁধলেন কমিশনকে

বাংলায় আট দফায় ভোট করানো নিয়ে কমিশনকে কাঠগড়ায় তুলেছে মাদ্রাজ হাইকোর্ট। রাজ্যে যখন সংক্রমণ বাড়ছে তখন এভাবে ভোটযজ্ঞ চালানো নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসও। তবে এরমধ্যেই বৃহস্পতিবার রাজ্যে শেষ তথা অষ্টম দফার ভোট। তার আগের দিন স্বাস্থ্য পদফতরের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০৭ জন। আর এই আবহে বঙ্গবাসীকে আরও একবার ভোটের লাইনে দাঁড় করানোর জন্য কমিশনের দিকে তোপ দাগলেন তৃণমূল সংসদ মহুয়া মৈত্র।

মহুয়া ট্যুইট লেখেন, 'পশ্চিমবঙ্গের জনবহুল  কলকাতা সহ ৫ জেলার ৩৫ আসনে ভোট। মহামারির মধ্যে এই নির্বাচন কমিশনের রক্ত পিপাসারই ইঙ্গিত দিচ্ছে।'

 

এদিকে বৃহস্পতিবার উত্তর কলকাতার ৭ বিধানসভা সহ পশ্চিম বঙ্গের ৩৫টি বিধানসভা কেন্দ্রে ভোট হতে চলেছে। যারমধ্যে রয়েছে মালদার ৬টি, বীরভূমের ১১টি এবং মুর্শিদাবাদের ১১টি আসন। সপ্তম দফায় ভোটের শতাংশ কিছুটা কমলেও বাকি ছয় দফায় আশি শতাংশের ওপর ভোট পড়েছে রাজ্যে। করোনা আবহে লাগামহীন প্রচার ও দীর্ঘ ভোট প্রক্রিয়া বাংলায় বেলাগাম করোনা সংক্রমণের জন্য দায়ি বলে দাবি করা হচ্ছে। রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে শেষ তিন দফার ভোট একসঙ্গে করানোর প্রস্তাব দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাতেও সম্মত হয়নি কমিশন। এদিকে এরমধ্যেই সম্প্রতি ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছে মাদ্রাজ হাইকোর্ট। সোমবার মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে জানিয়েছেন, 'কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত।'
 

Advertisement

Advertisement