scorecardresearch
 

'মুখ্যমন্ত্রীর জন্যও প্রচার করি না,' নুসরতের ভিডিও ভাইরাল!

উত্তর ২৪ পরগনার গুমার তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচার করছিলেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। ঘণ্টা খানেক রোড শো চলার পরে নুসরত গাড়ি থেকে নেমে যাচ্ছিলেন। সেই সময়ই এলাকার তৃণমূল নেতৃত্ব তাঁকে বলেন, আরও আধ ঘণ্টা রোড শো করতে হবে।

Advertisement
নুসরত জাহান নুসরত জাহান

ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নানা বিতর্কিত মন্তব্য, একে অপরকে বাক্যবাণে বিদ্ধ চলছে। নেতা, নেত্রীরা প্রচারে ব্যবহার করছেন নায়িকা বা টলিউডের তারকাদেরও। এহেন পরিস্থিতিতেই ভাইরাল তৃণমূল সাংসদ নুসরত জাহানের একটি ভিডিও। ভিডিও-তে দেখা যাচ্ছে, নুসরত বলছেন, '১ ঘণ্টার বেশি প্রচার তো আমি মুখ্যমন্ত্রীর জন্যও করি না।'

ঠিক কী ঘটেছে?

উত্তর ২৪ পরগনার গুমার তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচার করছিলেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। ঘণ্টা খানেক রোড শো চলার পরে নুসরত গাড়ি থেকে নেমে যাচ্ছিলেন। সেই সময়ই এলাকার তৃণমূল নেতৃত্ব তাঁকে বলেন, আরও আধ ঘণ্টা রোড শো করতে হবে।

ব্যস, নুসরত একেবারে রেগে আগুন। সটান বলে দিলেন, 'এক ঘণ্টার উপরে রোড শো আমি কোনও দিনও মুখ্যমন্ত্রীর জন্যও করি না।' এরপরেই রেগে গিয়ে গাড়ি থেকে নেমে পড়েন নুসরত।

নুসরতের রাগের এই ভিডিওটি স্থানীয় কয়েকজন মোবাইলে ক্যাপচার করেন। এই মুহূর্তে ভিডিওটি ভাইরাল। ঘটনার বিষয়ে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী বলেন, 'এটা আমি জানি না। এটা কখন উনি বলেছেন, কোথায় বলেছেন জানি না। দ্বিতীয়ত হল আমার এই ভিডিওটা নিয়ে সন্দেহ আছে।'  

যদিও নুসরতের ভিডিও ভাইরাল হতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি ওই ভিডিও ট্যুইট করে লেখে, 'তারকাদের মাটিতে নামার পরের নাটক।'

দেখুন সেই ভাইরাল ভিডিও--

Advertisement