scorecardresearch
 

TMC Press Conference : 'জাতপাতের রাজনীতির খাতায় সিপিএম ও কং নাম তুলল!', দাবি সুব্রতর

Aajtak Bangla | কলকাতা | 01 Mar 2021, 2:48 PM IST

আজই সম্ভবত প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। আজ দুপুরে সাংবাদিক বৈঠক ডেকেছে তৃণমূল। সম্ভবত তখনই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭শে মার্চ থেকে শুরু হচ্ছে বাংলার ভোট পর্ব। প্রথম দফায় ৩০ আসনে ভোট। ফলে এদিন প্রার্থী তালিকা ঘোষণা হলে কী কী চমক দিতে পারে তৃণমূল সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

হাইলাইটস্

  • সাংবাদিক বৈঠক তৃণমূলের
  • প্রার্থীতালিকা ঘোষণা সম্ভাবনা
  • প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে
  • নজর রাজনৈতিক মহলের
2:48 PM (3 বছর আগে)

বাম ও কংগ্রেস নিজেদের চরিত্র ওরাই হরণ করেছে, দাবি সুব্রতর

Posted by :- suvam

সুব্রত বলেন, গতকাল বাম ও কংগ্রেস নিজেদের চরিত্র ওরাই হরণ করেছে। আমরা বলতাম ও জাতপাতের রাজনীতি করে না। কিন্তু কাল ওদের চিত্রটা স্পষ্ট হয়েছে।

2:45 PM (3 বছর আগে)

বাম ও কং-কে নিশানা সুব্রতর

Posted by :- suvam

সুব্রত বলেন, জাতপাতের রাজনীতিতে নাম তুলল সিপিএম ও কংগ্রেস । ব্রিগেডে মিটিংয়ের পরে এই ছবিটা আরও স্পষ্ট হল। বিজেপি জাতপাতের রাজনীতিতে আরও দুই বন্ধু পেল।

2:41 PM (3 বছর আগে)

বাংলায় ২৩ লাখ চাকরি

Posted by :- suvam

সুব্রত মুখোপাধ্যায় বলেন, বাংলাতে প্রচুর বিনিয়োগ হয়েছে।  ২৩ লাখ নতুন চাকরি হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৬৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বাংলায় লগ্নি নিয়ে মিথ্যাচার করা হয়েছে। বাংলায় বিনিয়োগ নিয়ে ভাওতা দিয়েছেন মোদী ও শাহ।

Advertisement