scorecardresearch
 

West Bengal Election 2021 : প্রার্থী ঘিরে ক্ষোভ! বসিরহাটে বড় ভাঙণের মুখে তৃণমূল

তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে দলের অভ্যন্তরেই ক্রমশ বাড়ছে অসন্তোষ। বেশ কিছু জায়গায় ইতিমধ্যে নেতা-নেত্রীরা দল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। এবার বিক্ষোভের আঁচ গেল বসিরহাটেও। সেখানে বিদায়ী বিধায়ককে প্রার্থী ঘোষণা না করায় ক্ষোভে ফেঁটে পড়েন তার অনুগামীরা। রাস্তা টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন তারা। দাবি না মানলে আসন্ন বিধানসভা নির্বাচন এলাকায় মনোনীতি তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন না বলেও সাফ জানান তারা।

Advertisement
এলাকায় বিক্ষোভ এলাকায় বিক্ষোভ
হাইলাইটস
  • বসিরহাটে বড় ভাঙণের মুখে তৃণমূল
  • প্রার্থী ঘিরে ক্ষোভ তৃণমূল
  • দল ছাড়ার হুঁশিয়ারি

তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে দলের অভ্যন্তরেই ক্রমশ বাড়ছে অসন্তোষ। বেশ কিছু জায়গায় ইতিমধ্যে নেতা-নেত্রীরা দল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। এবার বিক্ষোভের আঁচ গেল বসিরহাটেও। সেখানে বিদায়ী বিধায়ককে প্রার্থী ঘোষণা না করায় ক্ষোভে ফেঁটে পড়েন তার অনুগামীরা। রাস্তা টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন তারা। দাবি না মানলে আসন্ন বিধানসভা নির্বাচন এলাকায় মনোনীতি তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন না বলেও সাফ জানান তারা।

ক্ষোভ প্রকাশ তৃণমূল কর্মীদের

দলীয় প্রার্থীর নাম ঘোষনা হতেই ক্ষোভে ফেটে পড়ে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকরা।  তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতাকে প্রার্থী না করায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সামর্থকদের একাংশ। অপরদিকে এলাকার দলীয় নেতার প্রতি বঞ্চনার  প্রতিবাদে এলাকার পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের  সদস্যরা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নিয়েছে।  

আরও পড়ুন, টিকিট না পেয়ে কেঁদে ভাসালেন দিপালী সাহা, দিলেন বিজেপিতে যাওয়ার ইঙ্গিত

এলাকার দীর্ঘদিন তৃণমূলের নেতা ও গত পাঁচ বছর ধরে দলের হয়ে প্রচার করার পর বসিরহাট উত্তরের প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লাহ ওরফে রনি কে প্রার্থী না করে সদ্য সিপিএম ছেড়ে দলে যোগ দেওয়া রফিকুল ইসলামকে এবার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলে প্রার্থী করায় ক্ষুব্ধ এটি এম আব্দুল্লা রনির অনুগামী। রফিকুলকে প্রার্থী হিসাবে মানি না এই স্লোগান তুলে বসিরহাটের ধান্যকুড়িয়ায় টাকি রাস্তায় টেয়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভের ফেটে পড়ে তারা। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের দাবি, আমরা আমাদের এলাকার তৃণমূল নেতা রনিদাকে প্রার্থী হিসাবে চাই । আমারা রফিকুল ইসলামকে প্রার্থী হিসাবে চাইনা । অবিলম্বে বসিরহাট উত্তরের প্রার্থী বদল করতে হবে । অন্যথায় আমরা রাফিকুলকে একটি ভোটও দেবোনা । ঘটনাস্থলে মাটিয়া থানারপুলিশ।

Advertisement

চিন্তা বাড়ছে শাসকদলে

তবে শুধু বসিরহাটই নয়। প্রচুর আসনে তৃণমূলের প্রার্থী ঘিরে অসন্তোষ সৃষ্টি হয়েছে দলীয় কর্মীদের মধ্যে। এবারের নির্বাচনে একঝাঁক টলি তারকাকে প্রার্থী করে তৃণমূল। সেই ঘিরে ক্ষোভের দানা বেধেছে। ইতিমধ্যে রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছে তৃণমূল নেতারাই। বেশ কয়েকজন নেতা ইতিমধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন।

Advertisement