scorecardresearch
 
Advertisement

'TMC মৌত তেরি মঞ্জিল হ্যায়,' মদন মিত্রের পাল্টা বাবুল সুপ্রিয়-VIDEO

'TMC মৌত তেরি মঞ্জিল হ্যায়,' মদন মিত্রের পাল্টা বাবুল সুপ্রিয়-VIDEO

'টিএমসি মৌত তেরি মঞ্জিল হ্যায়, দুসরা কোই রাস্তা হি নেহী হ্যায়।' তৃণমূলের নেতা মদন মিত্রকে এবার এই সায়েরি বলেই পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। আসানসোলের লোকো মাঠে বুধবার রাতে ফুটবল খেলতে দেখা যায় বাবুলকে। সেখানে তিনি স্থানিয় ফুটবলারদের সঙ্গে ফুটবলও খেলেন। একই সঙ্গে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেন তিনি।

Advertisement