ফ্যাক্ট চেক: পাকিস্তানি পার্লামেন্টে ঢুকে উৎপাত চালায়নি গাধা, AI নির্মিত ভিডিও-র খপ্পরে নানা মাধ্যম

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি করা হয়েছে। বাস্তবে এমন কোনও ঘটনা ঘটেনি।

Advertisement
ফ্যাক্ট চেক: পাকিস্তানি পার্লামেন্টে ঢুকে উৎপাত চালায়নি গাধা, AI নির্মিত ভিডিও-র খপ্পরে নানা মাধ্যম

পাকিস্তানের পার্লামেন্ট অর্থাৎ সংসদে ঢুকে নাকি উৎপাত চালিয়েছে একটি গাধা। সম্প্রতি এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। এমনকি, বেশ কিছু সংবাদ মাধ্যমও এই ভিডিওটি ব্যবহার করে খবর প্রকাশ করে সেখানে একই দাবি করেছে।

ভাইরাল ভিডিওটি দেখা যাচ্ছে কোনও একটি সংসদ ভবনে আচমকা একটি গাধা ঢুকে সেখানে বসে থাকা সদস্যদের চেয়ারে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। গাধার ধাক্কায় রীতিমতো উল্টে পড়ছেন সভাকক্ষে উপস্থিত সদস্যরা। এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে মজাচ্ছলে কেউ কেউ লিখেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট এখন ভারত সফরে। তাই বলে পাকিস্তানে কেউ সফর করবে না? পাক পার্লামেন্ট সফরে এসেছেন ইনি।”

শুধু তাই নয়, এবিপি নিউজ হিন্দি, জনসত্তা, জি নিউজ বাংলা, রিপাবলিক, ফ্রি প্রেস জার্নালের মতো সংবাদ মাধ্যমেও এই ভিডিওটি আসল ঘটনা দাবি করে খবর প্রকাশ করা হয়েছে।

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি করা হয়েছে। বাস্তবে এমন কোনও ঘটনা ঘটেনি।

সত্য উদঘাটন

যদি পাকিস্তানের সংসদে বা কোনও গুরুত্বপূর্ণ আইনসভায় সত্যিই এই ধরনের ঘটনা ঘটে থাকতো, তবে সেই সম্পর্কে কোনও না কোনও সংবাদ মাধ্যমে সেই বিষয়ে অবশ্যই খবর প্রকাশ পেত। কিন্তু এই ধরনের খবর কোনও বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি।

এর পরবর্তী ধাপে ভাইরাল ভিডিওটি খুঁটিয়ে পর্যবেক্ষণ করলে বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ে যা থেকে অনুমান করা যায় যে ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ, ভিডিওটির প্রথম ফ্রেমে ডানদিকের দেখা যায় দুই সদস্য চেয়ার ছাড়াই বসে আছেন।

ভিডিওটির পরবর্তী অংশে, অর্থাৎ কথিত গাধাটি ডেস্কে ধাক্কা মারার পর যখন ক্যামেরাটি ঘোরে, তখন সাদা কুর্তার উপর নীলচে রঙের নেহেরু কোট পরে চেয়ার ছাড়াই এক ব্যক্তিকে বসে থাকতে দেখা যায় অস্তিত্ব ভিডিওটির প্রথমাংশে ছিল না। কথিত গাধাটি যখন ছুটে আসছিল, তখন ওই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়নি। কিন্তু ধাক্কা লাগার পর মুহূর্তেই আচমকা ওই ব্যক্তির উদয় হয়।

Advertisement

এরপর ভিডিওটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও একটি টিকটক হ্যান্ডেলে খুঁজে পাওয়া যায়। @arabianspeed1 ইউজার নেমের এই টিকটক হ্যান্ডেলে এই ভিডিওটি দুদিন আগে পোস্ট করা হয়েছিল। ভিডিওটির সঙ্গে ‘Contains AI-generated media’ লেবেল যোগ করা ছিল। যা থেকে পরিষ্কার বোঝা যায় যে ভিডিওটি এআই দ্বারা তৈরি।

এ বাদে ওই টিকটক ইউজারেরর প্রোফাইলে এই ধরনের অসংখ্য ভিডিও পোস্ট করা হয়েছিল। সেই ভিডিওগুলিতে কোথাও কোনও আইনসভায় সিংহ, কোথাও ঘোড়া, কোথাও বা ছাগল ঢুকে পড়তে দেখা যাচ্ছে। যা দেখলে পরিষ্কার হয়ে যায় যে সবকটি ভিডিও-ই এআই দ্বারা নির্মিত।

এর পরবর্তী ধাপে ভিডিওটি হাইভ মডারেশনের মতো এআই যাচাইকারী টুলের মাধ্যমে পরীক্ষা করলেও সেখানেও একই ফলাফল আসে।

ফলে সব মিলিয়ে বুঝতে বাকি থাকে না যে একটি এআই নির্মিত ভিডিওকে আসল ঘটনা ভেবে বিভ্রান্তিকর প্রচার করা হয়েছে সমাজ ও সংবাদ মাধ্যমের একাংশে।

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানের সংসদে ঢুকে একটি গাধা কীভাবে উৎপাত চালিয়েছে।

ফলাফল

ভাইরাল ভিডিওটি এআই দ্বারা তৈরি। আসলে এমন কোনও ঘটনা ঘটেনি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement