ফ্যাক্ট চেক: নৈহাটিতে কালীপুজোর ভিড়ের ভিডিও SIR-এর সঙ্গে জুড়ে বিভ্রান্তিকর দাবিতে প্রচার

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই ভিড়ের সঙ্গে SIR-এর কোনও সম্পর্ক নেই। এই ভিডিওটি পুরনো, এবং উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটি শহরের বিখ্যাত কালীপুজো বড় মা দর্শনের ভিড়। বিভ্রান্তিকর দাবিতে এই ভিডিওটি শেয়ার করা হচ্ছে।

Advertisement
ফ্যাক্ট চেক: নৈহাটিতে কালীপুজোর ভিড়ের ভিডিও SIR-এর সঙ্গে জুড়ে বিভ্রান্তিকর দাবিতে প্রচার

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে রাজনৈতিক মহল যখন উত্তপ্ত, সেই আবহে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিও শেয়ার করা হচ্ছে। যেমন একটি ভিডিও সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে যা কোনও বাড়ির ছাদের উপর থেকে তোলা। ভিডিওতে দেখা যাচ্ছে একটি রাস্তার উপর শয়ে শয়ে মানুষের ভিড় যাদের কয়েকটি গার্ডরেলের মাধ্যমে আটকে রেখেছে পুলিশ।

২৪ সেকন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে পুলিশের গার্ডরেলের ফাঁক গলে কিছু মানুষ বেরিয়ে আসছে। পরবর্তী সময় গার্ডরেল খুলে দেওয়া হলে মানুষের ভিড় বাধা ভেঙে এগিয়ে যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে এই জনতার ভিড় SIR-এর সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হচ্ছে।

ভিডিওতে লেখা হয়েছে, “SIR বন্ধ করতে হবে। এতগুলো লোেক কোথায় যাবে। একমত হলে প্রচুর পরিমাণে শেয়ার করুন।প্লিজ।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই ভিড়ের সঙ্গে SIR-এর কোনও সম্পর্ক নেই। এই ভিডিওটি পুরনো, এবং উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটি শহরের বিখ্যাত কালীপুজো বড় মা দর্শনের ভিড়। বিভ্রান্তিকর দাবিতে এই ভিডিওটি শেয়ার করা হচ্ছে।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে গুগল লেন্সের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও একাধিক ফেসবুক পোস্টে পাওয়া যায়। ২৫ এবং ২৭ অক্টোবর এই ভিডিও-র একটি দীর্ঘ সংস্করণ পোস্ট করে ওই প্রোফাইলগুলো থেকে ফেসবুকে লেখা হয়, এটি নৈহাটিতে বড় মা-কে দেখার ভিড়ের ভিডিও।

এই থেকেই পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটির সঙ্গে SIR-এই প্রক্রিয়ার কোনও সম্পর্ক নেই। কারণ, নির্বাচন কমিশন গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের কথা ঘোষণা করেছিল। অন্যদিকে ভাইরাল ভিডিওটি তারও দিনদুয়েক আগে থেকেই সোশ্য়াল মিডিয়ায় আছে।

এর পরবর্তী ধাপে গুগল ম্যাপে ঠিক সেই জায়গাটি খুঁজে পাওয়া যায় যেখান থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। নৈহাটির স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে এই জায়গাটি অবস্থিত। ভাইরাল ভিডিওটির মতোই গুগল ম্যাপেও রাস্তার ডানপাশে ‘ঝর্ণা ষ্টোর্স’ এবং ‘নিউ করুণাময়ী’ নামের দোকান দেখা যাবে। যদিও ভাইরাল ভিডিওটি ঠিক দিন কোন সময় রেকর্ড করা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Advertisement

প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে যতগুলি শ্যামাপুজো হয় তার মধ্যে নৈহাটির বড় মা-র পুজো অন্যতম এবং বিশেষভাবে খ্যাত। প্রতিবছর এই পুজো দর্শনে লাখ-লাখ মানুষ ভিড় জমান। এই পুজোর ভিড়ের কিছু দৃশ্য এখানে এবং এখানে দেখা যাবে।

অর্থাৎ ভাইরাল ভিডিও-র দাবিটি যে বিভ্রান্তিকর, তা বুঝতে বাকি থাকে না।

 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

SIR-এর ভয়ে ভিডিওতে মানুষকে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে।

ফলাফল

ভিডিওটি নৈহাটির বিখ্যাত কালীপুজো বড় মা-এর দর্শনের ভিড়। এর সঙ্গে SIR-এর কোনও সম্পর্ক নেই।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement