scorecardresearch
 

আজমের শরিফের ছবি পোস্ট করে দাবি ছবিটি জ্ঞানব্যাপি মসজিদের

জ্ঞানব্যাপি মসজিদ নিয়ে বিভ্রান্তিকর দাবি সহ ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

Advertisement
ছবিটি কোথাকার? ছবিটি কোথাকার?

জ্ঞানব্যাপি মসজিদ নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম থাকবে এটাই স্বাভাবিক। এবার এই মসজিদের দুটি ছবি ভাইরাল হলো। 

এক ফেসবুক ব্যবহারকারী দুটি ছবি পোস্ট করে দাবি করেছেন, "আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সার্ভে টিম জ্ঞানব্যাপীর কূয়োর জল পাম্প দিয়ে বের করার পরই শিব লিঙ্গ আস্তে আস্তে প্রকট হয়েছে। এই ছবিটাতে এই রকমই তো দেখা যাচ্ছে।"

FB

একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানেএখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

তদন্তে নেমে আমরা প্রথম ছবিটি রিভার্স সার্চ করে দেখি। দেখা যাচ্ছে ছবিটি জ্ঞানব্যাপি মসজিদের। বিভিন্ন সংবাদমাধ্যমে এই ছবিটি ব্যবহার করা হচ্ছে।

Gyanbapi

একই ভাবে আমরা দ্বিতীয় ছবিটি রিভার্স সার্চ করে দেখি ছবিটির সঙ্গে জ্ঞানব্যাপি মসজিদের কোনও সম্পর্ক নেই। ছবিটি রাজস্থানের আজমের শরিফের

Ajmer

সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সার্ভে টিম জ্ঞানব্যাপীর কূয়োর জল পাম্প দিয়ে বের করার পরই শিব লিঙ্গ আস্তে আস্তে প্রকট হয়েছে। এই ছবিটাতে এই রকমই তো দেখা যাচ্ছে।

ফলাফল

পোস্টের প্রথম ছবিটি জ্ঞানব্যাপি মসজিদের। কিন্তু দ্বিতীয় ছবিটির সঙ্গে জ্ঞানব্যাপি মসজিদের কোনও সম্পর্ক নেই। দ্বিতীয় ছবিটি রাজস্থানের আজমের শরিফের।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement