

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি একটি ভিডিও। যেখানে বহুসংখ্যক পুলিশ কর্মীর উপস্থিতিতে একজন সাংবাদিককে প্রশাসনের তরফে তাঁর ঘর ভেঙে দেওয়ার অভিযোগ করতে শোনা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিহারে সরকারের বিরুদ্ধে সত্য এবং নিরপেক্ষ খবর পরিবেশন করার জেরে এক সাংবাদিকের বৈধ বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বিহারে এই সাংবাদিকের নিজের বৈধ বাড়ি বুলডোজার দিয়ে অসাংবিধানিক ভাবে গুঁড়িয়ে দিচ্ছে গণতন্ত্রের হত্যাকারী হিটলার বিহার সরকার॥ তার অপরাধ, সরকারের তোষামোদ না করে জনসমক্ষে নিরপেক্ষ ও সত্য খবর তুলে ধরা॥” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি বিহারের নয় এবং এর সঙ্গে বিহার সরকার কিংবা বিহারের কোনও সাংবাদিকের কোনও সম্পর্ক নেই। বরং এটি গত ২৭ নভেম্বর প্রশাসনের তরফে জম্মু ও কাশ্মীরের নারওয়াল এলাকায় আরাফাজ আহমেদ দাইং নামক এক সাংবাদিকের পৈতৃক বাড়ি ভাঙার দৃশ্য।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিও সম্পর্কে জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ এবং এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করলে চলতি বছরের ২৭ নভেম্বর একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিও-র ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “জম্মু ভিত্তিক সাংবাদিক আরফাজ দাইংয়ের বাড়ি ভেঙে দিয়েছে জম্মু ডেভেলপমেন্ট অথরিটি (জেডিএ)।” এই একই ভিডিও একই তথ্য-সহ আরও একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয়েছে।

এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে, নিউজ ১৮, এনডিটিভি এবং দ্য উইক-সহ একাধিক সংবাদমাধ্যমে ভাইরাল ভিডিও-র স্ক্রিনশট অথবা ভিডিও-র সাংবাদিকের ছবি-সহ এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ২৭ নভেম্বর জম্মু ও কাশ্মীরের নারওয়াল এলাকায় জম্মু ডেভেলপমেন্ট অথরিটির জায়গায় তৈরি আরাফাজ আহমেদ দাইং নামক এক সাংবাদিকের পৈতৃক বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয় প্রশাসন। আরাফাজ আহমেদ দাইং ‘News Sehar India’ নামক একটি অনলাইন পোর্টাল চালান।

পরবর্তী অনুসন্ধানে আরাফাজ আহমেদ দাইংয়ের ‘News Sehar India’ নামক পোর্টালের অফিশিয়াল ফেসবুক পেজে গত ২৭ নভেম্বর ভাইরাল ভিডিও-র মূল সংস্করণটি পাওয়া যায়। যেখানে তিনি তাঁর বাড়ি ভেঙে দেওয়ার পুরো ঘটনা নিয়ে লাইভ করছিলেন। পাশাপাশি, News Sehar India-এর ফেসবুক পেজে প্রশাসনের তরফে ভেঙে দেওয়া বাড়ির সামনে থেকে আরাফাজ আহমেদ দাইংয়ের আরও একাধিক ভিডিও পাওয়া যায়। অন্যদিকে আরাফাজ তাঁর নিজের ফেসবুক প্রোফাইাল থেকেও ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন।

পাপাপাশি, ভাইরাল ভিডিও এবং পুরো ঘটনা সম্পর্কে জানতে আরাফাজ আহমেদ দাইংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেককে একই তথ্য প্রদান করেন। আরাফাজ বলেন, বাড়িটি তাঁর নয়। বরং সেটি প্রায় ৪০ বছর আগে তাঁর বাবা তৈরি করেছিলেন। কিন্তু প্রশাসন বাড়ি ভাঙার জন্য তাঁর বাবার পরিবর্তে তাঁর নামে নোটিশ দিয়েছে। তাঁর দাবি, জম্মু ও কাশ্মীরের প্রায় ৬০ শতাংশ মানুষ জম্মু ডেভেলপমেন্ট অথরিটি কিংবা অন্য কোনও সরকারি জায়গায় বসবাস করছেন। কিন্তু সত্য এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য প্রশাসনের তরফে কেবলমাত্র তাঁকেই টার্গেট করা হয়েছে।
এর থেকে প্রমাণ হয় যে, বিহারে সাংবাদিকের বাড়ি ভাঙার দৃশ্য দাবি করে ছড়ানো হচ্ছে জম্মুর ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিহারে সরকারের বিরুদ্ধে সত্য এবং নিরপেক্ষ খবর পরিবেশন করার জেরে এক সাংবাদিকের বৈধ বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
ভাইরাল ভিডিওটি বিহারের নয় এবং এর সঙ্গে বিহার সরকার কিংবা বিহারের কোনও সাংবাদিকের কোনও সম্পর্ক নেই। বরং এটি জম্মু ও কাশ্মীরের নারওয়াল এলাকায় আরাফাজ আহমেদ দাইং নামক এক সাংবাদিকের পৈতৃক বাড়ি ভাঙার দৃশ্য।