

মঙ্গলবার শেষ হয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। আগামী শুক্রবার জানা যাবে বাংলার প্রতিবেশী এই রাজ্যের ভোটের ফলাফল। আর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট প্রচার তথা একটি রাজনৈতিক জনসভার ভিডিও বেশ ভাইরাল। যেখানে মঞ্চ থেকে এক প্রার্থীকে নিজের পাঞ্জাবী বাড়িয়ে জনগণের কাছে ভোট ভিক্ষা করতে দেখা যাচ্ছে। অন্যদিকে ঠিক তখনই, ভিড়ের মধ্যে থেকে একজন প্রবীণ ব্যক্তি উঠে দাঁড়িয়ে তাঁর পাঞ্জাবীতে টাকা দিতে দেখা যায়।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিহার নির্বাচনের প্রচারে গিয়ে এই বিজেপি প্রার্থী জনগণের কাছে ভোট ভিক্ষার নাটক করলে মঞ্চের নিচে বসে থাকা এক বয়স্ক ব্যক্তি তাঁকে একটি কয়েন প্রদান করে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বিজেপি নেতা মঞ্চ থেকে ব্যাগটি বাড়িয়ে ভোট ভিক্ষা করার ভান করছিলেন। সামনে বসা একজন বয়স্ক ব্যক্তি মুগ্ধ হয়ে - তিনি আসলে ব্যাগে একটি মুদ্রা রেখেছিলেন!! #biharelection2025”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র ব্যক্তি কোনও বিজেপি নেতা বা প্রার্থী নয়। বরং তিনি বিহারের পশ্চিম চম্পারণ জেলার সিকতা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী খুরশিদ আলম।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ১০ নভেম্বর একটি এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়। সেই ভিডিও-র কমেন্ট সেকশনে এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট গ্রকের একটি মন্তব্য পাওয়া যায়। সেই মন্তব্যে গ্রকের তরফে ভিডিও-র ব্যক্তিটিকে বিহারের প্রাক্তন মন্ত্রী খুরশিদ আলম বলে দাবি করা হয়েছে।
Khurshid Alam is a former Bihar minister and senior leader who recently resigned from JD(U) after being denied a ticket. He's now contesting the elections independently from the Sikta constituency. The video captures him dramatically begging for votes during a rally, leading to…
— Grok (@grok) November 10, 2025
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে দৈনিক ভাষ্করে এই সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, খুরশিদ আলম বিহারের পশ্চিম চম্পারণ জেলার সিকতা বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে ২০২৫-এর বিধানসভা নির্বাচন লড়ছেন। সদ্য প্রাক্তন এই জেডিইউ নেতা এবারের নির্বাচনে সিকতা বিধানসভা থেকে জেডিইউ-এর টিকিট দাবি করেছিলেন। কিন্তু শেষ মূহুর্তে তাঁকে টিকিট না দিয়ে জেডিইউ-এর তরফে সম্মৃদ্ধ ভার্মাকে টিকিট দেওয়া হয়। আর এর জেরে ক্ষুদ্ধ খুরশিদ আলম জেডিইউ তথা এনডিএ ছেড়ে নির্দল প্রার্থী হিসাবে সিকতা থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন।

এর থেকে প্রমাণ হয় যে, বিজেপি নেতার ভোট ভিক্ষা চাওয়ার দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হচ্ছে পশ্চিম চম্পারণ জেলার সিকতা বিধানসভার নির্দল প্রার্থী খুরশিদ আলমের ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিহার নির্বাচনের প্রচারে গিয়ে এই বিজেপি প্রার্থী জনগণের কাছে ভোট ভিক্ষার নাটক করলে মঞ্চের নিচে বসে থাকা এক বয়স্ক ব্যক্তি তাঁকে একটি কয়েন প্রদান করে।
ভাইরাল ভিডিও-র ব্যক্তি আগে জেডিইউ-তে ছিলেন। বর্তমানে তিনি বিহারের পশ্চিম চম্পারণ জেলার সিকতা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী খুরশিদ আলম।