scorecardresearch
 

না, সম্প্রতি ভারতীয় মহিলা ফুটবলাররা পাকিস্তানকে ১৮ গোলে পরাজিত করেনি

দাবি, ১৮ গোলে পাকিস্তানকে হারিয়ে বিরাট-দের হারের প্রতিশোধ নিল মহিলা ফুটবলাররা

Advertisement
ভারতের মহিলা ফুটবলাররা কবে পাকিস্তানকে ১৮-০ গোলে পরাজিত করেছিল? ভারতের মহিলা ফুটবলাররা কবে পাকিস্তানকে ১৮-০ গোলে পরাজিত করেছিল?

টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচেই চীর প্রতিদ্বন্ধি পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে বিরাট কোহলির ভারত। আর, সেই পরাজয়ের রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়া জুড়ে একটি পোস্ট ভাইরাল হল। 

বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, "ক্রিকেটে হারের মধুর প্রতিশোধ ফুটবলে। ১৮-০ গোলে পাকিস্তানকে হারালো পাকিস্তানের মেয়েরা।"

একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখতে পাবেন এখানেএখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

তদন্তে নেমে আমরা প্রথমে কিওয়ার্ড সার্চ করে খুঁজে দেখি যে ভারতীয় মহিলা ফুটবল দল শেষ কবে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। 

দেখা যাচ্ছে, ২০২১ সালের ১৩ই অক্টোবর শেষ বার ভারতীয় মহিলা দল আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সেই ফ্রেন্ডলি ম্যাচে ১-০ গোলে ভারত চাইনিজ তাইপেইকে পরাজিত করেছিল।

India

যে কোনও বয়স ভিত্তিক ভারতীয় মহিলা দলের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল এটি।

এখানে, উল্লেখ্য ২৪শে অক্টোবর দুবাইতে টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান ভারতকে পরাজিত করেছিল। সেদিনেই, দুবাইতে অন্য একটি ম্যাচে অনুর্দ্ধ-২৩ এফিসি কাপের যোগ্যতা নির্ধারণকারী ম্যাচে ভারত ওমানকে ২-১ গোলে পরাজিত করেছিল। 

পাকিস্তানকে কি আদৌ ১৮ গোলে হারিয়েছিল ভারত?

এর পর আমরা কিওয়ার্ড সার্চ করে খুঁজে দেখার চেষ্টা করি যে ভারতের ফুটবল দল কোনও সময়ে পাকিস্তানকে ১৮-০ গোলে পরাজিত করেছিল কিনা।  

দেখা যাচ্ছে, অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ যোগত্যা নির্ধারণকারী পর্যায়ের একটি ম্যাচে অনূর্ধ্ব-১৯ মহিলা দল পাকিস্তানকে ১৮-০
গোলে পরাজিত করেছিল।

Football

ম্যাচটি, ২৪শে অক্টোবর ২০১৮ সালে থ্যাইল্যান্ডে হয়েছিল।  

Advertisement

সেই ম্যাচের কিছু  অংশ নিচের ভিডিওতে দেখতে পাবেন।

বিশেষজ্ঞরা কী বলছেন?

ভারতের ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ-এর ইন্সট্রাক্টর তথা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কুন্তলা ঘোষ দস্তিদারের সঙ্গে যোগাযোগ করি। 

তিনি জানান, "ভারতের কোনও মহিলা দল একবারই পাকিস্তানকে ১৮ গোলে পরাজিত করেছিল। সেটা ২০১৮ সালে থাইল্যান্ডে। ভারতের সিনিয়র দল অক্টোবরের শুরুতে সুইডেনে চাইনিজ তাইপেইকে পরাজিত করেছে। সেটি, ভারতীয় মহিলা দলের শেষ আন্তর্জাতিক ম্যাচ।"

সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।

ফ্যাক্ট চেক

Several facebook users

দাবি

ক্রিকেটে হারের মধুর প্রতিশোধ ফুটবলে। ১৮-০ গোলে পাকিস্তানকে হারালো পাকিস্তানের মেয়েরা।

ফলাফল

২০২১ সালের ১৩ই অক্টোবর শেষ বার ভারতীয় মহিলা দল আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সেই ফ্রেন্ডলি ম্যাচে ১-০ গোলে ভারত চাইনিজ তাইপেইকে পরাজিত করেছিল। এর আগে ২০১৮ সালের ২৪শে অক্টোবর অনুর্দ্ধ-১৯ মহিলা দল থাইল্যান্ডে পাকিস্তানের অনুর্দ্ধ -১৯ মহিলা দলকে ১৮-০ গোলে পরাজিত করেছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Several facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement