ফ্যাক্ট চেক: প্যালেস্তাইনের সমর্থনে অক্ষয়-বার্তা? সম্পাদিত ভিডিয়োর মাধ্যমে ছড়াচ্ছে ভুয়ো দাবি

নেটিজেনদের একটি বড় অংশ বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কয়েকটি ভিডিয়ো ফেসবুকে শেয়ার করছেন। ভিডিয়োগুলি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, অক্ষয় নাকি প্যালেস্তাইনের সমর্থনে বার্তা দিয়েছেন। 

Advertisement
ফ্যাক্ট চেক: প্যালেস্তাইনের সমর্থনে অক্ষয়-বার্তা? সম্পাদিত ভিডিয়োর মাধ্যমে ছড়াচ্ছে ভুয়ো দাবিপ্যালেস্তাইনের সমর্থনে অক্ষয়-বার্তা? সম্পাদিত ভিডিয়োর মাধ্যমে ছড়াচ্ছে ভুয়ো দাবি

রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কারণে অধিকাংশ সময়ই খবরের শিরোনামে উঠে আসে প্যালেস্তাইন। সেই নিয়েই এ বার সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশ বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কয়েকটি ভিডিয়ো ফেসবুকে শেয়ার করছেন। ভিডিয়োগুলি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, অক্ষয় নাকি প্যালেস্তাইনের সমর্থনে বার্তা দিয়েছেন। 

উদাহরণস্বরূপ, এক ব্যক্তি অক্ষয়ের ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন,  "ইন্ডিয়ার সেলিব্রিটি অক্ষয় কুমার একজন হিন্দু, তারপরও ফিলিস্তিনের পক্ষে হয়ে পাকিস্তান কে কি বললেন, আর আমাদের সোনার বাংলার বড় বড় সেলিব্রেটি রা নাকে তেল দিয়ে ঘুমায়।" 

ভিডিয়োটিতে অক্ষয়কে বলতে শোনা যাচ্ছে, "আমি পাকিস্তান, পাকিস্তানি সেনা ও বিশ্বের সব মুসলিমদের ধন্যবাদ জানাতে চাই প্যালেস্তাইনকে সমর্থন করার জন্য। আমি প্যালেস্তাইনকে ভালবাসি, দয়া করে প্যালেস্তাইনকে স্বাধীনতা দেওয়া হোক।"

একই দাবি করে অক্ষয় কুমারের অন্য একটি ভিডিয়োও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে প্যালেস্তাইনের জন্য যেন প্রার্থনা করা হয়। কারণ কেউ কেউ দেশটিকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে দুটি ভিডিয়োও-ই ভুয়ো। অক্ষয় প্যালেস্তাইনের সমর্থনে কোনও বার্তা দেননি। দুটি ভিডিয়োর আসল অডিয়ো বদলে দেওয়া হয়েছে।

কীভাবে জানা গেল সত্যি? 

যদি অক্ষয় কুমার সত্য়ি এমন কোনও বার্তা প্যালেস্তাইনের উদ্দেশে দিয়ে থাকতেন, তবে এই নিয়ে সংবাদ মাধ্যমে অবশ্যই খবর প্রকাশ পেত। কিন্তু এমন কোনও খবর আমাদের নজরে পড়েনি। 

সর্বাগ্রে প্রথম ভিডিয়োটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে আমরা তার রিভার্স ইমেজ সার্চ করি। তখন ওই একই ধরনের একটি ভিডিয়ো মুম্বই ট্রাফিক পুলিশের হ্যান্ডেলে দেখতে পাওয়া যায়।

সেই ভিডিয়োতে অক্ষয় কুমারকে রোড সেফটি সপ্তাহ নিয়ে একটি সচেতনামূলক বার্তা দিতে শোনা যায়। ভাইরাল ভিডিয়োটির সঙ্গে আসল ভিডিয়োটির তুলনা করলেই স্পষ্ট হয়ে যায় যে অক্ষয় আসলে প্যালেস্তাইন নিয়ে কোনও কথা বললেনি, এবং আসল ভিডিয়োটির অডিও বদলে দেওয়া হয়েছে। 

Advertisement

এরপর দ্বিতীয় ভাইরাল ভিডিয়োটি থেকে স্ক্রিনশট নিয়ে আমরা তার রিভার্স ইমেজ সার্চ করি। তখন ভাইরাল ভিডিয়োটির সঙ্গে মিল পাওয়া একই ভিডিয়ো আমরা অক্ষয় কুমারের অফিশিয়াল ইন্সাটাগ্রাম হ্যান্ডেলে খুঁজে পাই। 

এই ভিডিয়োটিতে অক্ষয় কুমারকে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ও তার পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে মুখ খুলতে শোনা যায়। এখানে তিনি প্যালেস্তাইন নিয়ে কোনও কথাই বললেনি। যা থেকে স্পষ্ট হয়ে যায় যে ভাইরাল ভিডিয়োটির অডিয়োটি কারসাজি করে বদলে দেওয়া হয়েছে। 

এই দুই ভিডিয়ো দেখলেই স্পষ্ট হয়ে যাবে, কীভাবে ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে মিথ্যে দাবি করা হচ্ছে সোশ্য়াল মিডিয়ায়। 


 

ফ্যাক্ট চেক

social media users

দাবি

বলি অভিনেতা অক্ষয় কুমার ভিডিয়োর মাধ্যমে প্যালেস্তাইনের হয়ে সরব হয়েছেন।

ফলাফল

দুটি ভিডিয়োই ভুয়ো। আসল ভিডিয়োর অডিয়ো বদলে দিয়ে এই বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
social media users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement