scorecardresearch
 

না, ভাইরাল ছবিটিতে ত্রিপুরার কোনও বিজেপি বিধায়ক নেই

ত্রিপুরার কংগ্রেসের অনুষ্ঠানের ছবি বিভ্রান্তিকর দাবি সহ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

Advertisement
 ভদ্রলোকের পরিচয় কী? ভদ্রলোকের পরিচয় কী?

সামনের বছরেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আর, এর মাঝেই একটি দাবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো। 

এক টুইটার ব্যবহারকারী একটি ছবি পোস্ট করে দাবি করেছেন, "ত্রিপুরার এক বিজেপি বিধায়ককে আজ কংগ্রেসের একটি অনুষ্ঠানে দেখতে পাওয়া গিয়েছে।"

একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানেএখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

তদন্তে নেমে আমরা প্রথমে ছবিটিকে রিভার্স সার্চ করে ছবিটির সূত্র খুঁজে বের করার দেখার চেষ্টা করি।              

দেখা যাচ্ছে ১৯শে মে, অর্থাৎ গতকাল, এই ছবিটি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছিল। 

সেখানে দাবি করা হয়েছে, শিলাচরি ব্লক উদ্যোগে একদিনের ট্রেনিং ক্যাম্প করা হয় এবং অগণিত কর্মী সমর্থক বিজেপি ও সিপিএম থেকে কংগ্রেস দলে যোগদান করেন, তাদের কে বরণ করে নেয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিত সিংহা, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এবং প্রাক্তন বিধায়ক আশীষ সাহা মহোদয়। এখানে কোথাও বলা হয়নি যে কোনো বিজেপি বিধায়ক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই একই ছবি ত্রিপুরা কংগ্রেসের ভেরিফাইড টুইটার প্রোফাইল থেকে টুইট করা হয়েছিল।

এর পর আমরা ত্রিপুরা বিধানসভার ওয়েবসাইটে গিয়ে দেখি যে এই ব্যক্তির নাম ও ছবি ওয়েবসাইটের বিধায়ক তালিকায়ে দেখা যায় কিনা। দেখা যাচ্ছে, ৬০ আসন বিশিষ্ট বিধানসভাতে ৩৩জন বিজেপি বিধায়ক। কিন্তু এদের কারুর চেহারা ভাইরাল পোস্টে যে ভদ্রলোককে মার্ক করা হয়েছে তাঁর সঙ্গে মিলছে না।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে পুরোনো দল কংগ্রেসে যোগদান করেছেন  আশিস সাহা। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজ তককে জানান, "ভাইরাল ছবিটিতে যে ভদ্রলোককে মার্ক করা হয়েছে তাঁর নাম চেলাফু মগ। তিনি গোমতি জেলার শিলাছরি ব্লকের কংগ্রেস সভাপতি।"

সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।

(যশ মিত্তল ও প্রবীর দাসের ইনপুট সহকারে)

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

ত্রিপুরার এক বিজেপি বিধায়ককে আজ কংগ্রেসের একটি অনুষ্ঠানে দেখতে পাওয়া গিয়েছে।

ফলাফল

ভাইরাল ছবিটিতে যে ভদ্রলোককে মার্ক করা হয়েছে তাঁর নাম চেলাফু মগ। তিনি গোমতি জেলার শিলাছরি ব্লকের কংগ্রেস সভাপতি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement