scorecardresearch
 

ফ্যাক্ট চেক: বাংলাদেশ নয়, এই মনোরম চা বাগানটি চিনে অবস্থিত

"আমাদের বাংলাদেশেরই একটি চা-বাগান। বেশ দৃষ্টি নন্দিত!! বাগানটির নাম, কোদালা চা বাগান, রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।"-এই ক্যাপশন -সহ একজন ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন।

Advertisement
মনোরম সুন্দর চা বাগান মনোরম সুন্দর চা বাগান

মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বাংলাদেশ। এপাড় বাংলার মতো ওপাড়েও রয়েছে নদী-পাহাড়-বন-জঙ্গল।

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বাংলাদেশের চা-বাগানের এমনই একটি চোখ জুড়ানো ছবি। নেটিজেনদের একাংশের দাবি, সেটি বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান।

"আমাদের বাংলাদেশেরই একটি চা-বাগান। বেশ দৃষ্টি নন্দিত!! বাগানটির নাম, কোদালা চা বাগান, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।" -এই ক্যাপশন -সহ একজন ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন। (পোস্টের বানান অপরিবর্তিত)। পোস্টের আর্কাইভ লিঙ্কটি এখানে দেওয়া হল

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে, বাংলাদেশে নয় চা বাগানটি আসলে চিনে অবস্থিত। 

আফয়া অনুসন্ধান

আমরা প্রথমে কিওয়ার্ড সার্চের সাহায্য নিই। আর তাতেই আমরা দেখতে পাই, চিনের বিখ্যাত সংবাদমাধ্যম CGTN, তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ডে ২০১৯ সালের ১৯ এপ্রিল ছবিটি আপলোড করেছিল। টুইটে লেখা রয়েছে, পূর্ব চিনের জিংহুয়া শহরের একটি চা-বাগানে কর্মীরা কাজ করছেন।

সুতরাং, এক থেকেই স্পষ্ট যে বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান বলে যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেই দাবিটি সত্যি নয়। ছবিটি আসলে পূর্ব চিনের জিংহুয়া শহরের একটি চা-বাগানের।
 

ফ্যাক্ট চেক

Facebook

দাবি

আমাদের বাংলাদেশেরই একটি চা-বাগান। বেশ দৃষ্টি নন্দিত!! বাগানটির নাম, কোদালা চা বাগান, রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

ফলাফল

বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান বলে যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেই দাবিটি সত্যি নয়। ছবিটি আসলে পূর্ব চিনের জিংহুয়া শহরের একটি চা-বাগানের। চিনের বিখ্যাত সংবাদমাধ্যম CGTN, ২০১৯ সালের ১৯ এপ্রিল টুইটারে ছবিটি আপলোড করেছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement