ফ্যাক্ট চেক: SIR-এর নামে গরীবদের উপর পুলিশি অত্যাচার? ছড়াল হরিয়ানার বস্তি উচ্ছেদের ভিডিও

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র সঙ্গে ‘SIR’ কিংবা পশ্চিমবঙ্গের কোনও সম্পর্ক নেই। বরং সেটি চলতি বছরের ৯ অক্টোবর প্রশাসনের তরফে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ১২ এলাকার অবৈধভাবে নির্মিত বস্তি উচ্ছেদের দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: SIR-এর নামে গরীবদের উপর পুলিশি অত্যাচার? ছড়াল হরিয়ানার বস্তি উচ্ছেদের ভিডিও

গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন। বাড়ি বাড়ি গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল। যেখানে বেশ কিছু পুলিশ কর্মীকে কোনও একটি স্থানে ঘর থেকে জোরপূর্বক কয়েকজনকে বাইরে বার করতে দেখা যাচ্ছে। অন্যদিকে গোটা পরিস্থিতিটি দেখতে ঘটনাস্থলে জড়ো হয়েছেন বহু সংখ্যক মানুষ।

সরাসরি উল্লেখ না করা হলেও ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘SIR’ প্রক্রিয়ার নাম করে পুলিশ দিয়ে সাধারণ গরীব মানুষের উপরে অত্যাচার করছে নির্বাচন কমিশন তথা কেন্দ্রের বিজেপি সরকার। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে সেটির ফ্রেমের উপরে লিখেছেন, “SIR বন্ধ করতে হবে। গরিব মানুষ দিন আনে দিন খায়। এদের ওপর এত জুলুম কেন।”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র সঙ্গে ‘SIR’ কিংবা পশ্চিমবঙ্গের কোনও সম্পর্ক নেই। বরং সেটি চলতি বছরের ৯ অক্টোবর প্রশাসনের তরফে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ১২ এলাকার অবৈধভাবে নির্মিত বস্তি উচ্ছেদের দৃশ্য।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ৯ অক্টোবর ‘Old Gurgaon’ নামক একটি ফেসবুক পেজে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “গুরুগ্রামের সেক্টর ১২ এলাকার বস্তিতে ডিটিপি আরএস ভাটের অভিযান।”

এরপর উক্ত তথ্যের উপর ভিত্তি করে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে গত ৯ অক্টোবর এই সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে ভাইরাল ভিডিও-র ৫ সেকেন্ডের ফ্রেমে দেখা যাওয়া ঝুপড়ির একটি ছবি-সহ উল্লেখ করা হয়েছে, “গুরুগ্রামের সেক্টর ১২ এলাকার বস্তিতে অবৈধভাবে নির্মিত ১৭২টি ঝুপড়ি ভেঙে দিয়েছে হরিয়ানা শাহারি বিকাশ কর্তৃপক্ষ (HSVP)। ২০২৫ সালের ১৬ জানুয়ারি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ওই বস্তির ৮৬টি বৈধ ঝুপড়ি বাদে বাকি সব অবৈধ ঝুপড়ি উচ্ছেদের নির্দেশ দেয়। আর সেই নির্দেশ অনুযায়ী গুরুগ্রামের জেলা নোডাল অফিসার আরএস ভাট এবং অ্যাস্টেট অফিসার রাকেশ সাইনি এই উচ্ছেদ অভিযানটির নেতৃত্ব প্রদান করেন।” 

Advertisement

পাশাপাশি, ভাইরাল ভিডিও গুরুগ্রামের সেক্টর ১২ এলাকার বস্তিতে তোলা হয়েছিল কিনা সেই বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হতে আমরা গুগল ম্যাপে স্থানটি অনুসন্ধান চালাই। অনুসন্ধানে গুগল ম্যাপে গুরুগ্রামের সেক্টর ১২ এলাকায় এই একই বস্তিটি খুঁজে পাওয়া যায়। গুগল ম্যাপে প্রাপ্ত ছবির সঙ্গে ভাইরাল ভিডিও-র ১৩ সেকেন্ডের ফ্রেমের তুলনা করলে উভয়ের মধ্যে হুবহু মিল পাওয়া যায়। নিচে গুগল ম্যাপে ঘটনাস্থলটি দেখা যাবে।

এর থেকে প্রমাণ হয় যে, SIR-এর নামে সাধারণ গরীব মানুষের উপর পুলিশি অত্যাচার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে গুরুগ্রামে অবৈধভাবে নির্মিত বস্তি উচ্ছেদের ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, ‘SIR’ প্রক্রিয়ার নাম করে পুলিশ দিয়ে সাধারণ গরীব মানুষের উপরে অত্যাচার করছে নির্বাচন কমিশন তথা কেন্দ্রের বিজেপি সরকার। 

ফলাফল

ভাইরাল ভিডিও-র সঙ্গে ‘SIR’ কিংবা পশ্চিমবঙ্গের কোনও সম্পর্ক নেই। বরং সেটি চলতি বছরের ৯ অক্টোবর প্রশাসনের তরফে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ১২ এলাকার অবৈধভাবে নির্মিত বস্তি উচ্ছেদের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement