scorecardresearch
 

ফ্যাক্ট চেক: না, বিধানসভা নির্বাচনের পর পুনর্গননা হয়নি এবং তাতে জয়ী হয়নি বিজেপি

বিজেপির বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর উঠে এলো এই বিভ্রান্তিকর দাবি

Advertisement
election result election result

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর বিজেপির পক্ষ থেকে পুনর্গননার দাবি করা হচ্ছে। এরপর উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে এক পোস্ট যেখানে দাবি করা হচ্ছে যে ৫টি কেন্দ্রে পুনর্গননা হয়েছে এবং সেখানে জিতেছে বিজেপি। "নরেন্দ্র মোদী সমর্থক জনগোষ্ঠী" নামক এক ফেসবুক পেজে এই দাবিটি করা হয়েছে।

পোস্টের আর্কাইভ আপনারা দেখতে পাবেন এখানে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে এই দাবি সঠিক নয়।

৫টি কেন্দ্রে পুনঃগণনার কোনো খবর বা রিপোর্ট পাওয়া যায়নি। এরপর আমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইট ভোটের ফলাফল দেখি। সেখানেও রেজাল্টে কোনো অন্তর পাওয়া যায়নি।

নির্বাচনে পরাজয়ের পর বিজেপি অনেক কেন্দ্রেই পুনঃগণনার আর্জি জানিয়েছে। নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়ের পরাজয়ের পর তিনিও পুনঃগণনার দাবি জানিয়েছিলেন নির্বাচন কমিশনকে । কিন্তু পুনর্গণনার সিদ্ধান্ত এখনো কোনো কেন্দ্রে নেওয়া হয়নি কমিশনের পক্ষ থেকে।  

ছবিতে নিউস টাইম বাংলার লোগো ও দেখা যাচ্ছে। আমরা কথা বলি নিউস টাইম এর এডিটর ইন চিফ সুপ্রিয় রায় কর্মকারের সাথে। উনি আমাদের জানান যে এরম কোনো খবর নিউস টাইম এর পক্ষ থেকে দেখানো হয়নি।  

অতএব বলা যেতে পারে যে এই দাবি বিভ্রান্তিকর।

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

৫টি বিধানসভা কেন্দ্রে পুনর্গনণায় জয়ী হয়েছে বিজেপি।

ফলাফল

এরম কোনো খবর ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা মিডিয়ায় পাওয়া যায়নি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement