scorecardresearch
 
Advertisement
কলকাতা

নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগরে, কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস

বাংলা
  • 1/7

রাতের দিকে তাপমাত্রা ক্রমশ নামবে। তবে বৃষ্টির ভ্রুকুটি এখনও কমছে না বাংলা থেকে। এদিন এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। (সব ছবি প্রতীকী)

উত্তর
  • 2/7

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত।

হালকা
  • 3/7

এর ফলে জলীয়বাষ্প আমাদের রাজ্যে ঢুকছে সেই কারণে আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায়।

Advertisement
জানিয়েছে
  • 4/7

দক্ষিণবঙ্গের উপকূল বর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

আকাশ
  • 5/7

আগামীকালের পর থেকে সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং শনি ও রবিবার এর দিক থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রাতের তাপমাত্রা ২ ডিগ্রীর মত কমবে।

সম্ভাবনা
  • 6/7

কলকাতার ক্ষেত্রে আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে মেঘলা আকাশ থাকবে। 
 

আকাশ
  • 7/7

শনিবার, রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে ও রাতের তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিষ্কার আকাশ থাকবে।

Advertisement