ফিরল কুমোরটুলি ঘাটের ট্রলি ব্যাগে দেহের স্মৃতি। বাগুইআটির দেশবন্ধু নগরে কালো ট্রলি ব্যাগ থেকে উদ্ধার তরুণীর দেহ। মুখে সেলোটেপ আটকানো। এখনও পর্যন্ত(খবর প্রকাশের সময়) মৃতার পরিচয় মেলেনি। পুলিশ তদন্ত শুরু করেছে।