পুজোর আগে বাজারে চলে এসেছে পদ্মার ইলিশ। আপাতত ৫০ টন। আসবে মোট ১২০০ টন! বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বিক্রিবাটা। হাওড়া ও কলকাতার মাছবাজারে ইলিশ হাঁকছেন বিক্রেতারা। কিন্তু, দাম আগুন। এক কেজি ২ হাজার টাকার বেশি। আরও ইলিশ এলে কি সস্তা হবে? সেই উত্তর খুঁজতেই মাছের বাজারে ঢুঁ মারল bangla.aajtak.in। শুনুন ব্যবসায়ীদের কথা