বিধানসভার বাইরে বৃহস্পতিবারও বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে রাজ্য সরকারের নীতি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ম নামে রাজনীতি করার অভিযোগ তোলেন বিজেপি বিধায়করা। তাদের অভিযোগ মমতা সরকার একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করতে সংখ্যাগরিষ্ট জনগণকে উপেক্ষা করা হয়েছে। প্রতিবাদে বিজেপি বিধায়ক অসীম সরকার গান গেয়ে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।