মনে আছে, বিমান বসুর সেই কটাক্ষ, 'লালা বাংলা ছেড়ে পালা'। কাজের দিনে মিটিং-মিছিল বন্ধ করার প্রস্তাব দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অমিতাভ লালা। সেটা ২০০৩। যে নির্দেশকে কটাক্ষ করে ক্ষমাও চেয়েছিলেন CPM নেতা। কাট টু ২০২৫। কাজের দিনে সভা-সমাবেশের ছবিটা এখনও একই। সেই ছবিতেই বদল আনার চেষ্টা করল কলকাতা হাইকোর্ট। উপলক্ষ, তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। ওই দিন কলকাতাকে যানজট মুক্ত রাখতে একগুচ্ছ নিয়ম বেঁধে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একে একে জেনে নিন