শমীকের সঙ্গে সাক্ষাতের পর পুরনো ফর্মে দিলীপ। বললেন, 'আমি শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবল নয়। দেখুন দাম যার থাকে মার্কেটে, তাকে নিয়ে জল্পনা হয়। তাকে নিয়েই সেলের কথা ওঠে।'