শহরে ডেঙ্গি-ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিকে সামনেই দুর্গোৎসব। থিম পুজোর কাজও চালাতে হবে জোরকদমে। মশার কামড় থেকে বাঁচবেন কি করে শিল্পী কারিগররা। সমস্যার সমাধান করল বেহালার রায়বাহাদুর রোডের মিত্র সংঘ। বড় বড় মশারি টাঙিয়ে তার মধ্যেই চলছে থিম পুজোর কাজ।