'বৃষ্টি থামার ৫ ঘণ্টা পর কলকাতায় কোথাও জল জমে না। আমহার্স্ট স্ট্রিটে পরের বর্ষা থেকে আর জল জমবে না'। জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দাবি করলেন, পাম্পিং স্টেশন তৈরির টাকা দেয় না কেন্দ্রীয় সরকার।