দুর্গাপুরে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে জয় মা কালী, জয় মা দুর্গা। এটা কি বাঙালি মন জিততে নতুন প্রচার কৌশল? এনিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়,'অনেক কিছু আগে করেছে, পারছে না। এবার নতুন কৌশল নিয়েছে। সাম্প্রদায়িকতা না ছাড়লে বাংলার মানুষ পায়ের তলায় মাটি দেবে না'।