এবার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের এক ছাত্র নেতার ভিডিও ভাইরাল। বিজেপির পোস্ট করা ওই ভিডিওয় দেখা যাচ্ছে, ফাঁকা ক্লাসরুমে দুই ছাত্রীর সঙ্গে তন্ময় দে নামে এক TMCP নেতা। শিক্ষাঙ্গনে এমন দৃষ্টি বেশ দৃষ্টিকটূ। বিজেপির দাবি, তৃণমূলের প্রভাবশালী ছাত্র নেতা সাব্বির আলির ঘনিষ্ঠ তন্ময় দে। একটি ছবিও প্রকাশ করেছে তারা। এই সাব্বির আলির বিরুদ্ধে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। ভিডিওয়র সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।