জোকা আইআইএম হস্টেলের ধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবা বললেন, ধর্ষণ হয়নি। মেয়েই নাকি এমনটা বলেছেন তাঁকে। নির্যাতিতার বাবার দাবি,আমাকে কেউ টর্চার করেনি বলে মেয়ে জানিয়েছে।