রুবি থেকে সায়েন্স সিটি র্যাম্প ধরে মা উড়ালপুল ওঠার আগে চলন্ত গাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলে কর্মীরা এসে আগুন নেভান। দমকলের প্রথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই গাড়িতে আগুন লেগেছে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।