'ডায়াবেটিস ইজ নট আ ডিজিজ। এটা নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই'। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়াবেটিসের প্রাকৃতিক টোটকাও দেন। তিনি বলেন,'আমাদের অনেক গাছগাছড়া আছে। মেডিসিনের থেকে বেশি দরকারি। পেয়ারা পাতা জোগাড় করুন। পেয়ারা পাতা ভালো করে ধুয়ে নিন। কুচি কুচি করে কাটুন। একটু লেবু যোগ করুন। এই পেয়ারা পাতার চা ডায়াবেটিসের জন্য বিগ মেডিসিন'।