'আমার হাতে খড়ি ছাত্র পরিষদ করে। আমি যোগমায়াদেবী কলেজে ছাত্র পরিষদ তৈরি করেছিলাম। তারপর তিনবার কলেজের ভোটে তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলাম। আমার বিরুদ্ধে কেউ প্রার্থী দিতে পারত না। কারণ ছাত্রীদের সঙ্গে মিশতাম। আমি লড়াই করে ডিএসও-কে ভেঙে দিয়েছিলাম'। অতীতচারণায় মমতা বন্দ্যোপাধ্যায়।