'অনেকে জিজ্ঞাসা করে, দিদি কী খেলে রোগা হওয়া যায়? আমি বলছি, কেন বলব, তোমাদের খুঁজে বের করতে হবে। সপ্তাহে দুদিন কচি উচ্ছের রস খান। আপনার ওজন কমবে। আমি অনেককে জানি যাঁরা এটা খায়। আমি আগে ৪ দিন খেতাম'। ওজন কমানোর টিপস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।