'সরকারের উপর ভরসা ছিল। যথাবিহিত পদক্ষেপ করেছে ওরা। আমার সিঁদুর কেড়ে নিয়েছে। ভবিষ্যতে যেন কারওর সিঁথির সিঁদুর কেউ কাড়তে না পারে, এটাই অনুরোধ থাকবে'। প্রতিক্রিয়া দিলেন বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী।