'ববি হাকিম তো এমন ছিলেন না। উনি তো নমাজি হিন্দু। উনি দুর্গাপুজো করেন। আমি তো ওঁকে নমাজি হিন্দু বলে চিনি। দুর্গাপুজো করেন, আবার ধর্মপ্রাণ মুসলমান হচ্ছেন কেন?' কলকাতার মেয়রকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।