শুরুটা হয়েছিল নিজের গড় মেদিনীপুরে ভোটের টিকিট না পাওয়া থেকে। এরপর দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সস্ত্রীক গিয়ে দেখা করেন। তারপর থেকেই ফুল বদলের জল্পনা তৈরি হয় দিলীপ ঘোষকে নিয়ে। দু'দিন আগেই তাঁর একটি মন্তব্য জল্পনা আরও উস্কে দেয়। দিলীপ ঘোষ বলেন, '২১ জুলাই কোনও না কোনও মঞ্চে থাকব।' এরপর থেকেই রটে যায়, ২১ জুলাই দলবদল করতে চলেছেন দাপুটে এই BJP নেতা। নানা চর্চার মাঝেই মঙ্গলবার দুপুরে নব নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন দিলীপ ঘোষ। কী হল সেই বৈঠকে?