'পর্যটনপ্রিয় বাঙালি বেড়াতে গিয়ে এবার হিন্দু পরিচয় দেবে না। নাম পাল্টে বলবে। শুভেন্দু অধিকারী কাশ্মীরে গেলে বলবে আমার নাম জাভেদ মুন্সি'। বললেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়,'এবার বাঙালি পর্যটকদের কলেমার একটা লাইন অভ্যাস করে যেতে হবে'।