scorecardresearch
 

Anubrata Mondal: স্বাস্থ্য পরীক্ষা অনুব্রতর, বীরভূমে ফাঁকা চেয়ার রেখে বৈঠক তৃণমূলের

গত বৃহস্পতিবার কেষ্টর গ্রেফতারির পর বীরভূমে তৃণমূল শিবির মুষড়ে পড়েছিল। রবিবার অনুব্রত ছাড়া প্রথম বৈঠকে বসলেন নেতৃত্ব।

Advertisement
চেয়ার ফাঁকা রেখে বৈঠক বীরভূম তৃণমূল নেতৃত্বের। চেয়ার ফাঁকা রেখে বৈঠক বীরভূম তৃণমূল নেতৃত্বের।
হাইলাইটস
  • রবিবার অনুব্রত ছাড়া প্রথম বৈঠকে বসলেন নেতৃত্ব।
  • অনুব্রতর জন্য বরাদ্দ সামনের একটি চেয়ার ফাঁকা রেখেই হল বৈঠক।
  • আদালতের নির্দেশ মেনে ৪৮ ঘণ্টা অন্তর নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।

গরুপাচার মামলায় গ্রেফতারের পর আদালতের নির্দেশ মেনে ৪৮ ঘণ্টা অন্তর নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা করানো হল অনুব্রত মণ্ডলের। আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর,নিজাম প্যালেসে দফায় দফায় জেরা চলছে তাঁর। এ দিন বীরভূমে অনুব্রতর চেয়ার ফাঁকা রেখে বৈঠক করেন জেলা তৃণমূল নেতৃত্ব।     

গত বৃহস্পতিবার কেষ্টর গ্রেফতারির পর বীরভূমে তৃণমূল শিবির মুষড়ে পড়েছিল। রবিবার অনুব্রত ছাড়া প্রথম বৈঠকে বসলেন নেতৃত্ব। অনুব্রতর জন্য বরাদ্দ সামনের একটি চেয়ার ফাঁকা রেখেই হল বৈঠক। চন্দ্রনাথ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়রা সাংগঠিনক কাজকর্ম নিয়ে আলোচনা সারলেন। 

অনুব্রত এই সাদা তোয়ালে জড়ানো চেয়ারেই বসতেন। এই চেয়ার, জলের বোতল, কাগজপত্র-সবই রয়েছে, তবে বীরভূমের 'বাদশা' নেই। তাঁর অনুপস্থিতিতে চেয়ার ফাঁকা রেখেই বৈঠক করলেন নেতারা। এমনভাবে গোল হয়ে বসলেন যেন অনুব্রত রয়েছেন। জানা গিয়েছে, অনুব্রতর গ্রেফতারির পর বীরভূমে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা গিয়েছে। গত তিন দশক ধরে জেলা দেখতেন অনুব্রত। আগামী কর্মসূচি কী হবে, সেটাই এ দিন আলোচনা করলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং।

বৃহস্পতিবার সকালে বোলপুরে অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তাঁর বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। ঘণ্টাখানেক পর গরুপাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে গাড়িতে তোলা হয়। বাড়ি থেকে আদালত, সেখান থেকে কলকাতা যাওয়ার পথে সংবাদমাধ্যমের প্রশ্নে কোনও প্রতিক্রিয়া দেননি অনুব্রত। এ দিনও স্বাস্থ্য পরীক্ষার সময় নীরবই থাকলেন। 

আরও পড়ুন- ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওয় কী কী শেয়ার ছিল?

Advertisement