scorecardresearch
 

Mamata Banerjee:'অনেক মিথ্যে FIR হয়, যাচাই করো,' পুলিশকে একগুচ্ছ নির্দেশ মমতার

বুধবার রাজ্যের সব দফতরের সচিব, জেলাশাক ও পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই রাজ্য পুলিশের কী করণীয় তার পাঠ পড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন সব জেলাতেই ডিএম এবং এসপিদের একসঙ্গে কাজ করতে হবে। জেলায় জেলায় কমিউনিটি পুলিশের ওপরই জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
'একসঙ্গে কাজ করুন', আইন-শৃঙ্খলা নিয়ে এবার DM-SP-দের কড়া নির্দেশ মমতার 'একসঙ্গে কাজ করুন', আইন-শৃঙ্খলা নিয়ে এবার DM-SP-দের কড়া নির্দেশ মমতার
হাইলাইটস
  • 'একসঙ্গে কাজ করুন'
  • আইন-শৃঙ্খলা নিয়ে এবার DM-SP-দের কড়া নির্দেশ মমতার

বুধবার রাজ্যের সব দফতরের সচিব, জেলাশাক ও পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই রাজ্য পুলিশের কী করণীয় তার পাঠ পড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন সব জেলাতেই ডিএম এবং এসপিদের একসঙ্গে কাজ করতে হবে। জেলায় জেলায় কমিউনিটি পুলিশের ওপরই জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, রাজ্যে ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত আবার  দুয়ারে সরকার শুরু হচ্ছে। এই ১০ দিন ক্যাম্পে আবেদন জমা নেওয়া হবে। ৫ মে থেকে শুরু হবে পাড়ায় সমাধান। বৈঠকে কেন্দ্রকে তোপ দাগতে ভোলেননি মুখ্যমন্ত্রী। জানান কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্রের কাছে ৯৭ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। এরপরেই সংবাদ মাধ্যমকে ফের একবার একহাত নেন মুখ্যমন্ত্রী। তবে নিজের পুলিশ প্রশাসনকেও একাধিক নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পুলিশকে সংযোগ বাড়ানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার এই বার্তা দিয়েছেন তিনি।

পুলিশ প্রশাসনকে বার্তা
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আইজি-ডিআইজি-দের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইজি ও ডিআইজি-দের থানায় যেতে হবে, এমনই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, ''অনেক সময় মিথ্যা FIR হয়। কোনটা সঠিক, কোনটা ঠিক নয়, সেটা যাচাই করতে হবে। চার্জশিট সময়ে দিতে হবে। চার্জশিটে ঠিকঠাক ধারা দিতে হবে।'' মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ''মানুষের আস্থা অর্জন করতে হবে। যাতে নির্ভয়ে মানুষ থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন। কমিউনিটি পুলিশিংয়ে জোর দিতে হবে।অনেক আইসি তাঁবেদারি করছেন। নিয়মিত নাকা চেকিং চলবে।'' জেলাশাসক ও পুলিশের সুপারের মধ্যে সমন্বয় রেখে কাজ করারও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা ধরে তিনি সেখানকার পুলিশের মধ্যে সমন্বয়ের খোঁজও নেন এদিন। পূর্ব মেদিনীপুরে বহু আইসি ভাল কাজ করছেন না, সেই নিয়েও কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

FIR যাচাই করার কথা বললেন মুখ্যমন্ত্রী
রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নিন, পুলিশকে কড়া নির্দেশ মমতার। বলেন, ''অনেক সময় মিথ্যা FIR হয়। কোনটা সঠিক, কোনটা ঠিক নয়, সেটা যাচাই করতে হবে। চার্জশিট সময়ে দিতে হবে। চার্জশিটে ঠিকঠাক ধারা দিতে হবে।'' মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ''মানুষের আস্থা অর্জন করতে হবে। যাতে নির্ভয়ে মানুষ থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন। কমিউনিটি পুলিশে জোর দিতে হবে।'' মমতা বলেন, রাজনৈতিক রং না দেখেই ব্যবস্থা নিয়েছি। সিপিএম এত অত্যাচার করেছে। কিন্তু, ক'জনকে আমরা গ্রেফতার করেছি? বিজেপির ক'জনকে গ্রেফতার করা হয়েছে? আমরা প্রতিহিংসাপরায়ণ নয়।এখানে বেশি গণতন্ত্র আছে বলে অভিযোগ দায়ের হয়। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশে অভিযোগ দায়ের করতে দেওয়া হয় না। আমাদের এখানে একটা ঘটনা ঘটলেই ব্যবস্থা নিই। 

Advertisement