scorecardresearch
 

Arjun Singh:'একদিকে কাউন্টডাউন শুরু, অন্যদিকে শেষ', আজই TMC-তে অর্জুন?

শোনা যাচ্ছে রবিবার অর্থাৎ আজকেই পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি সাংসদ। বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। সাংবাদিকদের সামনে সেই জল্পনা নিজেই বাড়িয়ে দিলেন ব্যারাকপুরের সাংসদ।

Advertisement
 আজকেই TMC-তে ফিরছেন অর্জুন? আজকেই TMC-তে ফিরছেন অর্জুন?
হাইলাইটস
  • গত কয়েক দিন ধরেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ফের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে
  • সাংবাদিকদের সামনে সেই জল্পনা নিজেই বাড়িয়ে দিলেন ব্যারাকপুরের সাংসদ
  • আজকেই TMC-তে ফিরছেন অর্জুন?

গত কয়েক দিন ধরেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ফের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে। শনিবার থেকেই কাঁচড়াপাড়া এলাকা ছেয়ে গেছে তৃণমূলের পোস্টারে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  মাঝে রয়েছেন অর্জুন সিং। শোনা যাচ্ছে রবিবার অর্থাৎ আজকেই পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি সাংসদ। বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। সাংবাদিকদের সামনে সেই জল্পনা নিজেই বাড়িয়ে দিলেন ব্যারাকপুরের সাংসদ। 

শনিবারেই একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন অর্জুন। পোস্টে লেখা, 'শুনেছি সমুদ্র নাকি আজ নিজেকে নিয়ে গর্ব করে। যেদিকে ঝড় এসেছে সেদিকেই নৌকা নিয়ে চলো।' তৃণমূলে ফেরা নিয়ে যে জল্পনা তাঁকে ঘিরে চলছে, তা সম্পূর্ণ উড়িয়ে দেননি তিনি। জোর গলায় বলেছেন, 'যদি সত্যিই দল বদল করি, তাহলে তো সকলে জানতেই পারবেন!' একদিকে টুইটারের পোস্ট, অন্যদিকে তৃণমূলের পোস্টার, সবমিলিয়ে অনেকেরই ধারণা, অর্জুনের তৃণমূলে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরমাঝেই রবিবার সংবাদমাধ্যমের সামনে অর্জুন বলেছেন, "হয়ত কিছুক্ষণের মধ্যেই কলকাতায় যেতে হবে, একদিকে কাউন্টডাউন শুরু, অন্যদিকে শেষ। সময়-সুযোগের অপেক্ষা করুন,সব জানতে পারবেন।"

পাট শিল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করার পর থেকে অর্জুন সিং-এর  তৃণমূলে ফেরার জল্পনা শুরু হয়েছে। এরপর একাধিকবার বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তারপরেও অর্জুনকে দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে।  এর মধ্যেই সূত্রের খবর, আজ বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের  অফিসে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদান সম্ভাবনা তৈরি হয়েছে। 

Advertisement