scorecardresearch
 

এভারেস্টেও COVID-19! লাফিয়ে বাড়ছে আক্রান্ত পর্বতারোহী

করোনার কবল থেকে মুক্ত নয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টও। সেখানেও হানা দিয়েছে এই মারণ ভাইরাস। একের পর এক পর্বতারোহীর আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।

Advertisement
Everest Everest
হাইলাইটস
  • করোনার কবল থেকে মুক্ত নয় এভারেস্ট
  • একের পর এক পর্বতারোহী আক্রান্ত হচ্ছেন

করোনার কবল থেকে মুক্ত নয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টও। সেখানেও হানা দিয়েছে এই মারণ ভাইরাস। একের পর এক পর্বতারোহীর আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। 

চলতি বছরের এপ্রিল মাসের শেষ দিকে প্রথম এক পর্বাতোরোহীর করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। যদিও নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, বেস ক্যাম্পে কারও শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েনি। 

পর্বতারোহীদের বক্তব্য

যদিও ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী, Nepal Mountaineering Association নিশ্চিত করেছে বেস ক্যাম্পে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ৩ জন পর্বতারোহী ও ১ জন লোকাল গাইড। 

তবে এই সংখ্যা নিয়েও দ্বিমত রয়েছে। কারণ, পোলিশ পর্বতারোহী পাওয়েল গত সপ্তাহে দাবি করেন, ৩০-এরও বেশি জন পর্বতারোহী করোনায় আক্রান্ত হয়েছিলেন। 

পাওয়েলের কথার সঙ্গে সহমত পোষণ করেছেন রোজিতা অধিকারী। তিনি করোনায় আক্রান্ত হওয়ার কারণে গত ১৯ এপ্রিল ক্যাম্প ছেড়ে চলে আসেন। বলেন, 'করোনার সংক্রমণের বিষয়টি বারবার অস্বীকার করছে নেপাল সরকার। সরকার কেন অস্বীকার করছে তা তারাই জানে।' 

এবছর বহুল সংখ্যক পর্বতারোহীকে অনুমোদন 

২০২০ সালে করোনার প্রকোপ বাড়তে থাকার ফলে পর্বতারোহীদের এভারেস্টে ওঠার অনুমতি বাতিল করে সেদেশের সরকার। কিন্তু, চলতি বছর ৪০৮ জনকে এভারেস্টে ওঠার অনুমতি দেয় নেপাল। অনেকেই মনে করছেন, এতজনকে অনুমতি দেওয়ার ফলে সংক্রমণ বেড়েছে। প্রসঙ্গত, নেপালের অর্থনীতির অনেকটাই নির্ভরশীল এই পর্বতারোহীদের উপর। উপার্জনের লক্ষ্যেই সেদেশের সরকার এতজনকে অনুমতি দিয়েছিল বলে মনে করা হচ্ছে। 
 

Advertisement