scorecardresearch
 

'টিমের স্ট্রাইকার ছিলেন, গোলই দিতে পারেননি,' বাবুলকে কটাক্ষকে দিলীপের

সদ্য তৃণমূলে যাওয়া বাবুল সুপ্রিয়কে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলে গিয়েই বাবুলের মুখে শোনা গিয়েছিল, বিজেপিতে খেলার তেমন কোনও সুযোগ পাইনি। এবার সেই প্রসঙ্গ টেনে এনে নিশানাা করলেন দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, বাবুল সুপ্রিয়কে আমাদের টিমের স্ট্রাইকার বানানো হয়েছিল। কিন্তু তিনি গোলই করতে পারেননি। এতে আমাদের ব্যর্থতা কোথায়?

Advertisement
হাইলাইটস
  • 'টিমের স্ট্রাইকার ছিলেন, গোলই দিতে পারেননি,'
  • বাবুলকে কটাক্ষকে দিলীপের
  • একাধিক ইস্যুতে কটাক্ষ

সদ্য তৃণমূলে যাওয়া বাবুল সুপ্রিয়কে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলে গিয়েই বাবুলের মুখে শোনা গিয়েছিল, বিজেপিতে খেলার তেমন কোনও সুযোগ পাইনি। এবার সেই প্রসঙ্গ টেনে এনে নিশানাা করলেন দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, বাবুল সুপ্রিয়কে আমাদের টিমের স্ট্রাইকার বানানো হয়েছিল। কিন্তু তিনি গোলই করতে পারেননি। এতে আমাদের ব্যর্থতা কোথায়?

বাবুলকে নিশানা দিলীপের

দিলীপ ঘোষ বলেন, "ঝালমুড়ি উনি ৫ বছর আগে খেয়েছিলেন। তার প্রভাব এখন পড়েছে। যে দলে গিয়েছেন, সেটা নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই। বাবুল যাওয়াতে আসানসোলের লোকেরা মিষ্টি খেয়েছেন। বোঝাই যাচ্ছে জনগণের সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল। তিনি বলছেন, খেলার সুযোগ পাননি। আমরা তো তাঁকে স্ট্রাইকার করেছিলাম। গোল দিতে পারেননি, এটা তো আমাদের ব্যর্থতা নয়। তিনি আমাদের টিমের স্টাইকার ছিলেন। টালিগঞ্জে হেরে গেলেন।" 

তৃণমূলকে তোপ দিলীপের

দিলীপ আরও বলেন, বৃষ্টি হলেই কলকাতায় জল জমে। কিন্তু জল কীভাবে বার করা হবে, মেয়র বড়বড় কথা বলছেন। পূর্বাভাস দেওয়া হয়েছে, ঝড়বৃষ্টি হবে। কিন্তু পুরসভার তৎপরতা কোথায় ? কলকাতায় জল নিয়ে দুর্ভোগ কবে দূর হবে। জল যাতে বেরিয়ে যায়, তার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। আইকোর মামলায় অনেক নেতা যুক্ত ছিলেন। সবং, পিংলা, ঘাটাল সব ডুবে গিয়েছে। কারণ কেলেঘাই নদীর জল উল্টো দিকে চলে গিয়েছে। কারণ এখানে প্রকল্পে কেন্দ্রীয় সরকার ২২৫ কোটি টাকা দিয়েছিল। যাঁরা চাপে পড়ে দলবদল করে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। সিপিএম একসময়ে সারাদেশ থেকে রাজ্যসভার সাংসদ পাঠাতেন। সেই দলটাই এখন উঠে গিয়েছে। একটাও বিধায়ক নেই। তৃণমূল এখন সেই রাস্তায় যাচ্ছে। অন্যান্য রাজ্যের নেতাদের সাংসদ বানানোর জন্য বাংলার বিধায়কদের ভোট নিচ্ছেন। এভাবে সর্বভারতীয় দল হওয়ার চেষ্টা করছে তারা। জানি না তাদের সঙ্গেও ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। রাজ্যসভার উপ নির্বাচনে দল প্রার্থী দেবে না। 

Advertisement

Advertisement