scorecardresearch
 

Mamata Banerjee To Sujit Bose: ‘কোনও সিস্টেম ব্লক হলে, তোমাকেও ব্লক করব,’ সুজিতকে কেন বললেন মমতা?

Mamata Banerjee To Sujit Bose: ১৪ অক্টোবর মহালয়া। মহালয়া আসা মানেই বাঙালির দূর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায়। আর এই সংক্রান্ত ব্যবস্থা নিতে আগাম পরিকল্পনা প্রসাশন ও রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
‘কোনও সিস্টেম ব্লক হলে, তোমাকেও ব্লক করব,’ সুজিতকে কেন বললেন মমতা? ‘কোনও সিস্টেম ব্লক হলে, তোমাকেও ব্লক করব,’ সুজিতকে কেন বললেন মমতা?
হাইলাইটস
  • ১৪ অক্টোবর মহালয়া।
  • মহালয়া আসা মানেই বাঙালির দূর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায়।
  • এই সংক্রান্ত ব্যবস্থা নিতে আগাম পরিকল্পনা প্রসাশন ও রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee To Sujit Bose: ১৪ অক্টোবর মহালয়া। মহালয়া আসা মানেই বাঙালির দূর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায়। আর এই সংক্রান্ত ব্যবস্থা নিতে আগাম পরিকল্পনা সমস্ত পুজো কমিটি, প্রসাশন ও রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় দূর্গাপুজোর সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য আঁটসাট পরিকাঠামো তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

কলকাতায় শ্রীভূমি স্পোটিং ক্লাবের দূর্গাপুজো মানেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, সংলগ্ন এলাকায় যানচলাচলের গতি তলানিতে এসে ঠেকা। প্রায় দুই বছর আগে বুর্জখলিফা বানিয়ে নজর কেড়েছিল শ্রীভূমি। ভিড়ের চাপে শেষ পর্যন্ত আগেভাগেই পুজোমণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিতে হয়েছিল। শ্রীভূমির পুজোকে কেন্দ্র করে হওয়া প্রতি বছরের যানজটের জেরে অনেকেরই প্লেন-ট্রেন ধরতে সমস্যায় পড়তে হয়।

অন্যান্য বছরের মতো এবছর পুজোর জন্য যাতে কোনও সমস্যা না হয়, সে বিষয়ে রাজ্যের মন্ত্রী এবং শ্রীভূমি স্পোটিং ক্লাবের দূর্গাপুজোর ‘হত্তা-কত্তা’ সুজিত বসুকে আগাম সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই এলাকার যানচলাচলে কোনও রকম সমস্যা হলে তিনি কড়া ব্যবস্থা নেবেন বলে মঞ্চ থেকেই ইঙ্গিত দেন মমতা। সুজিত বসুকে মুখ্যমন্ত্রী বলেন, “কোনও সিস্টেম ব্লক হলে তোমাকেও ব্লক করব। খেয়াল রাখবে যাতে রাস্তা বন্ধ না হয়।”

আরও পড়ুন

এ বছরেও দূর্গাপুজোয় বড় চমক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে শ্রীভূমি স্পোটিং ক্লাব। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের ফুটবলার আনহেল দি মারিয়াকে আনছে শ্রীভূমির পুজো-উদ্যোক্তারা। জানা গিয়েছে, পুজোর সপ্তমী আর অষ্টমী কলকাতাতেই থাকছেন দি মারিয়া। আর্জেন্তিনার এই তারকা ফুটবলারকে দেখার জন্য শ্রীভূমি স্পোটিং ক্লাবের পুজোয় এবারও ব্যাপক ভিড় হবে বলেই মনে করছেন অনেকে।

প্রতি বছরই শহরের বেশ কয়েকটি বড় পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নিজে। ওই দিন থেকেই শুরু হয়ে যায় বাঙালির উৎসব। তবে এ বছর ইউনেস্কোর (UNESCO) ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজে’র তকমা পাওয়া বাংলার দুর্গাপুজোয় যাতে সাধারণ মানুষ আর দর্শনার্থীদের কোনও রকম সমস্যায় না পড়তে হয়, সে বিষয়টি আগে থেকেই সুনিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

Advertisement