Jadavpur University: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় গোটা দেশ তোলপাড়। একের পর এক ছাত্র গ্রেফতার হতে শুরু করেছে। এদিন আরও এক ছাত্র গ্রেফতার হয়েছে। তার মধ্যেই আবার প্রায় নিঃশব্দে কাণ্ড নিয়ে টানাপড়েনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউকে।
যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও এক। পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে আরও এক প্রাক্তনী গ্রেফতার।বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী জয়দীপ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে জয়দীপ ঘোষের বাড়ি বলে জানা যাচ্ছে। ঘটনার দিন রাতে মেন হস্টেলের গেট বন্ধ রাখার পাশাপাশি পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে আলাদা করে তদন্ত শুরু করেছিল পুলিশ।
গত ৩১ মে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দিয়েছেন সুরঞ্জন দাস। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। পরে ওই পদে অস্থায়ী উপাচার্য হিসাবে যাদবপুরেরই ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল বোস। কিন্তু গত ৪ অগস্ট অমিতাভও ইস্তফা দেন। পরে জানা যায়, রাজ্যপাল বোসই তাঁকে বলেছেন ইস্তফা দিতে। এর পর আর নতুন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী বা অস্থায়ী ভাবে কাউকে নিয়োগ করেননি রাজ্যপাল। ফলত উপাচার্যহীন হয়েই ছিল যাদবপুর। আর তার মধ্যেই গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে প্রথম বর্ষের এক নবাগত পড়ুয়ার মৃত্যু হয়। সেই ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সেই আবহে এ বার বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন আচার্য।