scorecardresearch
 

শুভেন্দু-অভিষেক-PK বৈঠক! 'TMC-তেই থাকছেন শুভেন্দু,' বললেন সৌগত

শুভেন্দু-অভিষেক বরফ গলছে। মঙ্গলবার তেমনই ইঙ্গিত পাওয়া গেল। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পৌরহিত্যে তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের পরামর্শদাতা, ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)। উত্তর কলকাতায় একটি বাড়িতে এই বৈঠক আয়োজিত হয়। 

Advertisement
শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • শুভেন্দু-অভিষেক বরফ গলছে?
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী
  • ছিলেন প্রশান্ত কিশোরও

শুভেন্দু-অভিষেক বরফ গলছে। মঙ্গলবার তেমনই ইঙ্গিত পাওয়া গেল। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পৌরহিত্যে তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের পরামর্শদাতা, ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)। উত্তর কলকাতায় একটি বাড়িতে এই বৈঠক আয়োজিত হয়। 

এই ঘটনায় রাজনীতির দরিয়ায় নয়া ঢেউ উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিবদমান সব পক্ষ আলোচনার টেবিলে গিয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে রফাসূত্র পাওয়া গিয়েছে। তবে শুভেন্দুর মান ভাঙাতে কোন জাদু কাজ করল, সেটা দেখা দরকার। কারণ গত কয়েকদিনের ঘটনাপ্রবাহের সঙ্গে এই ঘটনা দেখে যে কেউ চমকে যাবেন।

বৈঠকের পরে সৌগত রায় ইন্ডিয়া টুডে-কে বলেন, " উত্তর কলকাতায় ওই বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর এবং আমি। খুব ভাল আলোচনা হয়েছে। খুব ভাল পরিবেশ ছিল। আমরা ইতিবাচক আলোচনা করেছি। শুভেন্দু দলে থাকছেন। দলের আরও ভালোর জন্য আমরা একসঙ্গে কাজ করব।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁকে নিয়ে যত কথা হচ্ছিল, তা শেষ হয়েছে বলে মনে করি। তাঁর দল ছেড়ে চলে যাওয়া এবং অন্য দলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বৈঠকের ব্যাপারে সব জানাব। শুভেন্দু নিজেও এসব কিছু জানাবেন না। পরিষ্কার করে দেবেন।

তিনি আরও জানান, কোনও সমস্যারই একদিনে সমাধান পাওয়া যায় না। আলোচনার মাধ্যমে সব বেরিয়ে আসবে। সমস্যা কোথায় হচ্ছিল সেগুলি আমরা চিহ্নিত করতে পেরেছি। আমরা সবাই একই দলে রয়েছি। ভোটের প্রচারে যোগ দেবেন কিনা সে ব্যাপারে শুভেন্দু সবকিছু জানিয়ে দেবেন বলে জানিয়েছেন সৌগত রায়।

Advertisement

সৌগত রায় দিন কয়েক আগেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈছঠক করেছিলেন। তার আগে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বার বার আশা প্রকাশ করেছিলেন, শুভেন্দু দল ছাড়ছেন না। 

তবে তাঁর আশায় জল ঢেলে দিয়ে শুভেন্দু মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। একই সঙ্গে বেশ কিছু পদও ছেড়ে দেন। বজায় রেখেছিলেন অরাজনৈতিক মঞ্চে সভায় যোগ দেওয়ার কর্মসূচিও। অন্যদিকে, রবিবার এক সভায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নাম না করে শুভেন্দুকে আক্রমণ করেন। তাই মনে করা হচ্ছিল শুভেন্দুর দলত্যাগ এখন সময়ের অপেক্ষা। এরই মাঝে তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী দল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ায় সেই সম্ভাবনায় আরও হাওয়া লাগে।

Advertisement