scorecardresearch
 
Advertisement

21 July TMC Shahid Diwas 2022: "ED, CBI দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা কোরো না, যারা ডরপোক,তারা ভয় পায়": মমতা

21 July TMC Shahid Diwas 2022: "ED, CBI দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা কোরো না, যারা ডরপোক,তারা ভয় পায়": মমতা

দুবছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস। করোনার করনার জন্য গত দুবছর ভার্চুয়ালি শহিদ দিবস পালন করা হয়েছিল। এবারের করোনার দাপট কম হওয়ার ধর্মতলায় শহিদ দিবস পালন করা হয়। শহিদ দিবসের মঞ্চে কেন্দ্রকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রীমো। তিনি বলেন "আমাকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। আমি ভয় পাই না। যারা ডরপোক তারা ভয় পায়"। তিনি অভিযোগ করে বাংলাকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। ১০০ দিনের টাকা না পেলে দিল্লি গিয়ে ঘেরাও করা হবে বলে হুমকি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ভারতে একটা আদর্শ রাজনৈতিক দল থাকুক, তার নাম তৃণমূল"।

Mamata Banerjee on Shahid Diwas 2022

Advertisement