scorecardresearch
 
Advertisement

Recruitment Scam News: শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করল ED

Recruitment Scam News: শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করল ED

দীর্ঘ 37 ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে অবশেষে শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করল ED. সল্টলেকের FD ব্লকে 388 নম্বর বাড়িতেই ছিল অয়ন শীলের অফিস। সোমবার, 19 মার্চ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। এরপর অয়ন শীলকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের CGO কমপ্লেক্সে ED-র অফিসে। ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের সময় ED-র অফিসারদের নজর ছিল অয়নের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন সংক্রান্ত হিসেবের দিকে। ইডি সূত্রে খবর, প্রায় 50 কোটির বেশি টাকা লেনদেনের নথি মিলেছে অয়নের অফিস থেকে। ম্যারাথন তল্লাশির পর অয়নের এই অফিস থেকে পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিস্ফোরক তথ্য পেয়েছেন ইডি কর্তারা। ইডি সূত্রের দাবি, প্রায় 60 থেকে 70 টি পুরসভায় নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নপত্র এবং ওএমআর শিট পাওয়া গিয়েছে অয়নের অফিস থেকে।

ed arrested ayan sil on recruitment scam allegations

Advertisement