scorecardresearch
 
Advertisement

Firhad Hakim: কী এমন হলো যে অভিমানের সুর এলো ফিরহাদের কন্ঠে?

Firhad Hakim: কী এমন হলো যে অভিমানের সুর এলো ফিরহাদের কন্ঠে?

রাজ্য তৃণমূলের অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য রাজনীতির সাম্প্রতিকতম যে কোনও বিষয়ের তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র ছিলেন তিনি। কী এমন হলো অভিমানের সুর এলো ফিরহাদের কন্ঠে! পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের পুরোনগর উন্নয়ন মন্ত্রী স্পষ্ট জানালেন, "কন্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা।" এর পর তিনি বলেন, আমি কলকাতা পৌরনিগমের বিষয় ছাড়া কোনও মন্তব্য করব না । যাঁরা দলের মুখপাত্র তারাই বলবেন ।" সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে বড় ব্যবধানে হারের পর সংখ্যালঘু ভোট নিয়ে কপালে চিন্তার ভাঁজ দেখা দেয় তৃণমূল নেতৃত্বের । তাই সামনে পঞ্চায়েতে যাতে সংখ্যালঘু ভোট হাতছাড়া না-হয় সে বিষয়ে সমস্ত বিধায়কদের নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে বৈঠকে বসেন । এই বৈঠকেই পঞ্চায়েতের প্রাথমিক পরিকল্পনা ঠিক হয়। যাকে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই। কয়েকদিন আগে পর্যন্ত দায়িত্ব সামলেছেন একগুচ্ছ দফতরের সঙ্গে ছিল মহানগরের গুরুত্বপূর্ণ দায়িত্বও। হঠাৎ তাঁর এই অভিমানে শুরু হয়েছে জল্পনা।

firhad hakim get sad after mamata scolded him

Advertisement