তাপপ্রবাহের জেরে বেজায় অস্বস্তিতে ছিল রাজ্যবাসী। তবে এবার মুক্তি। বর্ষার আগমন হচ্ছে রাজ্যে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে কেরলে ঢুকবে বর্ষা। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। একইসঙ্গে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটবে। অর্থাৎ শুক্রবারের মধ্যে বর্ষা কেরলের সঙ্গে পূর্ব ভারতেও প্রবেশ করবে। ইতিমধ্যেই কেরল এবং উত্তর-পূর্ব ভারতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যবাসীর জন্য সুখবর হল, রবিবারের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি। অর্থাৎ সেদিন থেকেই বৃষ্টি শুরু হতে পারে।