scorecardresearch
 
Advertisement

Weather Update: আগামী 48 ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর

Weather Update: আগামী 48 ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর

আটই জুন মৌসুমী বায়ু কেরলায় ঢুকে পরেছে। আগামী 48 ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পরবর্তী ক্ষেত্রে তার হাত ধরেই উত্তরবঙ্গ এবং সিকিমের কিছু অংশ প্রবেশ করবে। ফলে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে 11 এবং 12 তারিখে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 10 তারিখ থেকেই এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে আশা করা যায়। মালদা এবং দুই দিনাজপুরে 8, 9 এবং 10 তারিখ তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোস্টাল জেলাগুলি ছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম আগামী তিন থেকে চারদিন তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। বাকি যে উপকূলবর্তী জেলা এবং উপকূল সন্নিহিত জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে অথবা একটু মেঘলা আকাশ থাকতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। ​

west bengal kolkata weather update and forecast.

Advertisement