বাংলায় বৃষ্টি কবে আসবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। কারণ আবহাওয়া দপ্তর বলছে সোমবারও গরম বাড়বে। পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। বিশেষত, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে গরম বাড়বে অনেকটাই। ধরুন তাপমাত্রা কম করে হলেও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। বজ্রবিদ্যুৎসহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার বলি উত্তরবঙ্গের কথা। দার্জিলিং তো আগেই বৃষ্টিতে ভিজতে শুরু করেছে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার কোথাও কোথাও শিলাবৃষ্টির কথাও বলেছে হাওয়া অফিস। তবে বৃষ্টি ছাড়াও যেহেতু পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তাই সুস্থ থাকতে অবশ্যই বেশি করে জল খান। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বিস্তও আপনাকে ভোগাবে। জানাচ্ছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।
west bengal kolkata weather update and rain forecast.