scorecardresearch
 
Advertisement

Weather Update: আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 6 জেলায়

Weather Update: আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 6 জেলায়

আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 6 জেলায়। বৃষ্টির সঙ্গে কিছু জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে মঙ্গলবার থেকে কিছুটা হলেও উন্নতি হবে আবহাওয়ার। এদিকে টানা বৃষ্টির জেরে এক ধাক্কায় আট ডিগ্রি নেমে গিয়েছে শহরের তাপমাত্রা। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। যা মার্চে একদমই বিরল ঘটনা। দিন কয়েক আগেও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34-35 ডিগ্রি সেলসিয়াস ছিল। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বুধবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং ধীরে-ধীরে তাপমাত্রার পারদ বাড়বে।

west bengal weather update

Advertisement